মোহাম্মদপুরে ৪০ লাখ টাকা চুরির ঘটনায় গৃহকর্মী গ্রেপ্তার

প্রকাশিত: ২:০৭ পূর্বাহ্ণ, জুলাই ৩, ২০২৫

মোহাম্মদপুরে ৪০ লাখ টাকা চুরির ঘটনায় গৃহকর্মী গ্রেপ্তার

 

ইউএস বাংলা বার্তা ডেস্কঃ
রাজধানীর মোহাম্মদপুরে জমি বিক্রির ৪০ লাখ টাকা চুরি করে পালিয়ে যাওয়া গৃহকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে চুরির ২৬ লাখ টাকা উদ্ধার করা হয়। মঙ্গলবার তাকে ঝিনাইদহ থেকে গ্রেপ্তার করা হয়। তার নাম আকলিমা বেগম (৪১)।
২ জুনরোজ বুধবার ডিএমপির তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) একেএম মেহেদী হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত ২৯ জুন মোহাম্মদপুরের খিলজী রোডের বাসিন্দা নাছির উদ্দীনের বাসায় এই চুরির ঘটনা ঘটে। বাসার সবাই অনুপস্থিত থাকার সুযোগে আলমারি থেকে কৌশলে টাকা চুরি করে পালিয়ে যায় আকলিমা। ঘটনার পরপরই নাছির উদ্দীন মোহাম্মদপুর থানায় একটি মামলা দায়ের করেন।
মামলাটির তদন্তে নেমে মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) আখতারুজ্জামান তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে অভিযুক্তের অবস্থান শনাক্ত করেন। পরে গত দুদিন ধরে ধারাবাহিক অভিযান চালিয়ে ঝিনাইদহ জেলার বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে আকলিমাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে নগদ ২৬ লাখ টাকা উদ্ধার করা হয়।
এসি মেহেদী গণমাধ্যমকে বলেন, মামলার বাদী ও তার স্ত্রী দুজনই চাকরি করেন। ঘটনার দিন বাসায় কেউ না থাকার সুযোগে ড্রয়ার ভেঙে ৪০ লাখ টাকা নিয়ে পালিয়ে যায় আকলিমা।
চুরি হওয়া বাকি টাকা উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। পাশাপাশি এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।সুত্রঃ আমার দেশ অনলাইন

এ সংক্রান্ত আরও সংবাদ