জগন্নাথপুরে এলাকাবাসীকে নিয়ে বাজে মন্তব্য ও অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা

প্রকাশিত: ১১:৪৬ অপরাহ্ণ, জুন ২০, ২০২৫

জগন্নাথপুরে এলাকাবাসীকে নিয়ে বাজে মন্তব্য ও অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা

বিশেষ  প্রতিনিধিঃ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়নের চেয়ারম্যান এবং ৮নং ওয়ার্ড খাগাউড়া মহিষাকোনা গ্রামের মুরব্বীয়ানদের নিয়ে বাজে মন্তব্য ও অপপ্রচার করায় জিয়াউর মোল্লার বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২০ জুন) বিকেল ৪টায় খাগাউড়া-মহিষাকোনা এলাকাবাসীর আয়োজনে হলিকোনা বাজারে বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সভায় বক্তারা বলেন, জিয়াউর মোল্লা দেশীয় অস্ত্র রামদা নিয়ে ঘুরাঘুরি করে। যে কোন সময় হামলা করবে বলে বেড়ায়। তার যে মাদ্রাসার জন্য কালেকশন করে, সে মাদ্রাসা প্রায় তিন বছর আগে বন্ধ হয়ে গেছে। মাদ্রাসার নামে লক্ষ লক্ষ টাকা কালেকশন করে পরিবারের জন্য খরচ করে। তার চাচা মাদ্রাসা প্রতিষ্ঠা করেছিলেন টাকা আত্মসাৎ করায় পরে মাদ্রাসায় বন্ধ করে দেন। জিয়াউর মোল্লা ক্ষিপ্ত হয়ে নিজের চাচা সহ গ্রামের লোকজনের উপর মামলা করে। স্থানীয় ইউপি চেয়ারম্যান, মেম্বার সহ স্থানীয় মুরুব্বিদের নিয়ে সব সময় বাজে মন্তব্য করে। গত কয়েক দিন আগে যে ভিডিও ভাইরাল হয়েছিল এটা মসজিদ থেকে নামাজে থাকা অবস্থা এটা সঠিক নয়। এই মোল্লা রামদা নিয়ে ঘুরাঘুরি করেছিল পরে গ্রামবাসী মিলে থাকে রামদা সহ ধরে পুলিশে কাছে দিতে চেয়েছিলেন। পুলিশ ঘটনা স্থলে এসে স্থানীয় লোকদের জিম্মায় দিয়ে যায়। এটা ভিন্ন খাতে নেওয়া জন্য নামাজে অবস্থায় মসজিদ থেকে তুলে নেওয়া কথা বলে প্রচার করা হয়।
খাগাউড়া-মহিষাকোনা শাহী জামে মসজিদের মোতাওয়াল্লী বিশিষ্ট মুরব্বী আব্দুস সোবহানের সভাপতিত্বে ও তরুন সমাজকর্মী ফজলে রাব্বীর পরিচালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন এলাকার মুরব্বী মোশাহিদ মিয়া, ইসলাম উদ্দিন, আব্দুল তাহিদ, সিদ্দিক মামুন, রুমেন মিয়া, মামুন মিয়া সহ আরো অনেকে। প্রায় ঘন্টাব্যাপী মানববন্ধনে খাগাউড়া-মহিষাকোনা গ্রামের বিভিন্ন শ্রেনী পেশার বিপুল সংখ্যক লোকজন উপস্থিত ছিলেন।

এ সংক্রান্ত আরও সংবাদ