সুনামগঞ্জে ১১০ পিস ইয়াবা সহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

প্রকাশিত: ১২:৩৭ পূর্বাহ্ণ, জুন ১৭, ২০২৫

সুনামগঞ্জে ১১০ পিস ইয়াবা সহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

স্টাফ রিপোর্টারঃ

সুনামগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন জামালগঞ্জ থানার নতুনপাড়া এলাকার শাহানুর মিয়া (২৫) এবং বিশ্বম্ভরপুর থানার বসন্তপুর এলাকার সাইফুল আলম (২৬)।

জেলা পুলিশের মিডিয়া সেল সুত্রে জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (১৬ জুন) রাত পৌনে ৯টার দিকে সুনামগঞ্জ সদর উপজেলার রাধানগর এলাকায় বিশ্বম্ভরপুর-সুনামগঞ্জগামী পাকা রাস্তায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানটি ডিবি পুলিশের এসআই সাব্বির আহসান এর নেতৃত্বে পরিচালিত হয়। অভিযানে আরও অংশগ্রহণ করেন এএসআই সুদীপ চন্দ্র বিশ্বাস, এএসআই দিবাস চন্দ্র দাস এবং কনস্টেবল দিপক মুন্ডা।

গ্রেফতারকৃতদের দেহ তল্লাশি করে মোট ১১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উক্ত ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সুনামগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ