জগন্নাথপুরে সাংবাদিকদের সাথে যুক্তরাজ্য বিএনপির সহ-সভাপতি  এম এ সাত্তার এর মতবিনিময় 

প্রকাশিত: ১০:১৩ অপরাহ্ণ, জুন ১৫, ২০২৫

জগন্নাথপুরে সাংবাদিকদের সাথে যুক্তরাজ্য বিএনপির সহ-সভাপতি  এম এ সাত্তার এর মতবিনিময় 
স্টাফ রিপোর্টারঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনয়ন প্রত্যাশী যুক্তরাজ্য বিএনপির সহ-সভাপতি এমএ সাত্তার জগন্নাথপুরে সাংবাদিকদের সাথে মতবিনিময় করছেন।
জাতীয় সংসদ নির্বাচনে জগন্নাথপুর ও শান্তিগঞ্জ উপজেলা নিয়ে গঠিত সুনামগঞ্জ -৩ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ধানের শীষ প্রতীকে মনোনয়ন প্রত্যাশী যুক্তরাজ্য বিএনপির সহ-সভাপতি এমএ সাত্তার ১৫ই জুন রোজ রবিবার বিকাল ৩ ঘটিকার সময় সুনামগঞ্জের জগন্নাথপুর বাজারের টিএন্ডটি রোডস্থ আরএফসি রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারে জগন্নাথপুরে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন।
সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে এমএ সাত্তার বলেন, আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ধানের শীষ প্রতীকে মনোনয়ন প্রত্যাশী। দল আমাকে মনোনয়ন দিলে আমি নির্বাচন করব। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান এর দিক নির্দেশনায় আমি জগন্নাথপুর ও শান্তিগঞ্জ উপজেলা নিয়ে গঠিত সুনামগঞ্জ -৩ আসেনর সর্বস্তরের জনসাধারণের খোঁজ-খবর নেওয়ার পাশা-পাশি সকলের সাথে কোশল বিনিময় করছি। ২০১৮ সালে দল আমাকে মনোনয়ন দিয়েছিল। তখন দলীয় ভাবে এই নির্বাচন বয়কট করায় আমার নির্বাচন করা হয়নি। আশাবাদী আগামী নির্বাচন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আমাকে মনোনয়ন দিবে। তাই সাংবাদিক সহ সর্বসাধারণের সার্বিক সহযোগিতা কামনা করছি।
যুবনেতা জাহেদ আহমদ এর পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় আরো বক্তব্য রাখেন, জগন্নাথপুর প্রেসক্লাব এর সভাপতি তাজউদ্দিন আহমেদ, জগন্নাথপুর সাংবাদিক ফোরাম এর সভাপতি হুমায়ূন কবির, সিনিয়র সহ-সভাপতি শাহ এস এম ফরিদ, সহ-সভাপতি হুমায়ূন কবীর ফরীদি, কোষাধ্যক্ষ হিফজুর রহমান তালুকদার জিয়া, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক বিপ্লব দেব, সিনিয়র সদস্য রিয়াজ রহমান, সাংবাদিক আলী আজগর ইমন, আব্দুল ওয়াহিদ ও তৈয়বুর রহমান।
এসময় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।

এ সংক্রান্ত আরও সংবাদ