প্রকাশিত: ১১:০৩ অপরাহ্ণ, জুন ১, ২০২৫
সুনামগঞ্জ প্রতিনিধিঃ
সুনামগঞ্জে সুরমা নদী দিয়ে পাচারের সময় টাস্কফোর্সের অভিযানে ভারতীয় অবৈধ শাড়ির চালানসহ ২ কোটি টাকার অবৈধ পণ্য জব্দ করেছে বিজিবি। রবিবার (১ জুন) ভোররাতে সুনামগঞ্জে সুরমা নদীর হালুয়াঘাট এলাকা থেকে এই পণ্য জব্দ করে বিজিবি।
বিজিবি ২৮ জানায়, রবিবার ভোররাতে সুনামগঞ্জে সুরমা নদীর হালুয়াঘাট এলাকায় অভিযান চালায় সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮-বিজিবি। এসময় ১টি ইঞ্জিন চালিত কাঠের নৌকাসহ ১হাজার ৭শ’ পিস বিভিন্ন রকমের ভারতীয় অবৈধ শাড়ি, ৭ হাজার ২শ’ পিস ক্রিম এবং ১৮০ কেজি ভারতীয় জিরা জব্দ করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য ২ কোটি ৩ লাখ ৬ হাজার টাকা।
সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮-বিজিবি) লে. কর্ণেল জাকারিয়া কাদির বলেন, ‘ঈদকে সামনে রেখে সম্প্রতি নৌপথে সক্রিয় হয়ে পড়েছে চোরাকারবারী চক্র। রবিবার (১ জুন) ভোররাতে সুনামগঞ্জে সুরমা নদীর হালুয়াঘাট এলাকায় অভিযান চালিয়ে ইঞ্জিন চালিত একটি কাঠের নৌকা থেকে বিপুল পরিমান ভারতীয় অবৈধ শাড়ি, অবৈধ ক্রিম এবং জিরা জব্দ করা হয়। অভিযানের সময় টাস্কফোর্সের উপস্তিতি টের পেয়ে চোরাকারবারীরা মালামাল নৌকায় রেখে পালিয়ে যায়। চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধির পাশাপাশি সীমান্তে নজরদারি বৃদ্ধি করা হয়েছে বলে জানান তিনি।
উল্লেখ্য, এর আগে গত ৬ দিনে নৌপথ ও সড়ক পথে টাস্কফোর্সের অভিযানে সুনামগঞ্জ ব্যাটালিয়ন কর্তৃক ৫ কোটি ৩ লাখ ৫৮ হাজার ১শ’ ৬৪ টাকার ভারতীয় অবৈধ মালামাল আটক করে বিজিবি।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and Developed by Web Nest