জগন্নাথপুরে রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত ১ ও আহত ২০

প্রকাশিত: ৬:১৩ অপরাহ্ণ, জুন ১, ২০২৫

জগন্নাথপুরে রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত ১ ও আহত ২০

স্টাফ রিপোর্টারঃ

জগন্নাথপুরে পূর্ব বিরোধ এর জের ধরে দু’পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে (৪৭) নামক এক ব্যক্তি নিহত হয়েছেন এবং প্রায় ২০ জন আহত হয়েছেন।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানাযায়, সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কালনীচর গ্রাম নিবাসী মোবারক হোসেন ওরফে মেন্দি ও একই গ্রাম নিবাসী রুবেল মিয়ার মধ্যে জায়গা -জমি সংক্রান্ত বিষয় নিয়ে পূর্ব বিরোধ চলে আসছিল। এরই জের ধরে ৩১ মে রোজ শনিবার বিকালে মোবারক হোসেন ওরফে মেন্দি পক্ষের লোকজন ও রুবেল মিয়া পক্ষের লোকজন দেশীয় অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়েন। ঘন্টাব্যাপী এই সংঘর্ষে উভয় পক্ষের প্রায় ২০ জন আহত হন। তমধ্যে গুরুতর আহত আলী হোসেন (২৫), ইমরান (২৫), আজাদ মিয়া (৩৫) ও খালেদ মিয়া (৪৭), সিজিল মিয়া (৩০), রহিম মিয়া (৩৬) ও লুৎফর মিয়াকে (৪০) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রুবেল মিয়ার পক্ষের খালেদ মিয়া(৪৭) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করেছেন।
এ বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মাহফুজ ইমতিয়াজ ভূঁঞা গণমাধ্যমকে বলেন, কালনীচর এলাকায় সংর্ঘষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। খালেদ মিয়া নামক আহত ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু বরন করেছেন। নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্ত শেষে ১লা জুন পরিবার এর নিকট মরদেহ হস্তান্তর করা হয়েছে। তিনি আরও বলেন, বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। মামলা প্রক্রিয়াধীন।

এ সংক্রান্ত আরও সংবাদ