প্রকাশিত: ১০:১৭ অপরাহ্ণ, মে ২৯, ২০২৫
ইউএস বাংলা বার্তা ডেস্কঃ
আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান বলেছেন, জুলাই অভ্যুত্থান-পরবর্তী সময়ে সারা দেশের মানুষ ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে একাট্টা হয়েছে। এই আধিপত্যবাদ প্রতিহত করতে দেশের মানুষের মধ্যে যে ঐক্য তৈরি হয়েছে, এদেশের ইতিহাস সে ঐক্য কখনো দেখা যায়নি।
২৯শে মে রোজ বৃহস্পতিবার বিকালে ‘শাপলা আন্দোলনের এক যুগ: একটি সমাজতাত্ত্বিক পাঠ’ শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন। ‘চিন্তানামা’ প্ল্যাটফর্মের আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরসি মজুমদার মিলনায়তনে এই অনুষ্ঠান হয়। এতে সভাপতিত্ব করেন চিন্তানামা সম্পাদক সাইদ আবরার নদভী।
অনুষ্ঠানে মাহমুদুর রহমান বলেন, সাতচল্লিশে কলকাতাপন্থিদের মধ্যে যে ইসলামবিদ্বেষ ছিল সেই বিদ্বেষের চূড়ান্ত প্রতিফলন ঘটেছিল শাপলা চত্বরে। সেদিন সাজোয়া যান নিয়ে খুব পরিকল্পিত হত্যাকাণ্ড চালানো হয়েছিল। অথচ দেশের প্রথম সারির মিডিয়াগুলো সে হত্যাকাণ্ড নিয়ে কোনো কথা বলেনি, ক্ষমতাকে প্রশ্ন করেনি। বিপরীতে কৌশলে বৈধতা দিয়ে গেছে এই হত্যাকাণ্ড ও ভারতীয় আধিপত্যবাদকে।
শাপলা আন্দোলন বৃথা যায়নি উল্লেখ করে আমার দেশ সম্পাদক বলেন, শাপলায় অসংখ্য মানুষ শহীদ হয়েছেন ঠিকই, তবে শাপলার বিজয় হয়েছে। শাপলা, পিলখানাসহ আলোচিত সব হত্যাকাণ্ড ও নিপীড়নের ঘটনাগুলোর প্রতিবাদস্পৃহা জুলাই অভ্যুত্থানে প্রতিফলিত হয়েছে এবং আওয়ামী ফ্যাসিবাদের পতন হয়েছে।
মাহমুদুর রহমান আরও বলেন, বাংলার রাজ্যগুলোকে সর্বপ্রথম একত্র করে নিজেকে শাহী বাঙ্গালা বা বাংলার শাসক ঘোষণা করেছিলেন সুলতান শামসুদ্দিন ইলিয়াস শাহ। বাংলা ভাষা ও বাংলা রাজ্যকে ঢেলে সাজান এই মুসলিম শাসক। বাংলাকে মুসলমানরা ঐক্যবদ্ধ করলেও আজকের এই দিনে বাঙালি আর মুসলমান ভাগ করে ইসলামপন্থিদের মাইনাস করা হয়।
চিত্তনামার নির্বাহী সম্পাদক তাশরিফ মাহমুদ ও সহকারী সম্পাদক উবায়দুল্লাহ মাহমুদের যৌথ সঞ্চালনায় সেমিনারে বক্তব্য দেন লেখক ও গবেষক মুসা আল হাফিজ, জবান ম্যাগাজিনের সম্পাদক রেজাউল করিম রনি, লেখক-চিন্তক ইফতেখার জামিল, ইসলামী চিন্তা ও গবেষণা ইনস্টিটিউটের ব্যবস্থাপনা পরিচালক হাসান আল ফিরদাউস। সুত্রঃ দৈনিক আমার দেশ
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and Developed by Web Nest