জগন্নাথপুরে মহিলা ইয়াবা ব্যবসায়ী সহ ৪জন গ্রেপ্তার

প্রকাশিত: ৯:২৮ অপরাহ্ণ, মে ২৫, ২০২৫

জগন্নাথপুরে মহিলা ইয়াবা ব্যবসায়ী সহ ৪জন গ্রেপ্তার

স্টাফ রিপোর্টারঃ

জগন্নাথপুরে মহিলা ইয়াবা ব্যবসায়ী সাথী(৩৫), পলাতক আসামী বিলাল(৩৮), পুলিশি আইনে রাসেল (২০) ও রাজন(২২) কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
থানা সুত্রে জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মাহফুজ ইমতিয়াজ ভূঁঞার দিক নির্দেশনায় অত্র থানার এসআই মোহাম্মদ সাকিব হোসেন এর নেতৃত্বে এসআই রফিকুল ইসলাম, এসআই শাহ আলম এবং এসআই লুৎফর রহমান সহ একদল পুলিশ ২৪ শে মে দিবাগত রাতে জগন্নাথপুর পৌরসভার ৭নং ওয়ার্ডের অন্তর্গত ইকড়ছই গ্রামে জগন্নাথপুর টু সুনামগঞ্জ রোডের পশ্চিম পার্শ্বে জনৈক আবুল খায়ের এর মালিকানাধীন আহসান ফাস্ট ফুড নামক দোকানের ভিতরে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়কালে জগন্নাথপুর পৌর শহরের বাড়ী জগন্নাথপুর গ্রাম নিবাসী আব্দুল আমিন মুন্নার স্ত্রী মাদক ব্যবসায়ী মোছাঃ সুমি আক্তার সাথী (৩৫) কে ১৬০ (একশত ষাট) পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করেন। এসআই শাহ আলম বাদী হয়ে গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে জগন্নাথপুর থানায় মামলা দায়ের করেন ( জগন্নাথপুর থানার মামলা নং-২১, তারিখ- ২৫/০৫/২০২৫ খ্রিঃ, ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক)। অপর দিকে জগন্নাথপুর থানার এসআই রফিকুল ইসলাম সহ একদল পুলিশ ২৪ শে মে  রাত্রীকালীন জরুরী আইনশৃঙ্খলা  ডিউটি পালনকালে পুলিশি আইনের ৩৪ ধারায় মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর গ্রাম নিবাসী বর্তমানে কুশিয়ারা নদীর পুলের নীচে নতুন বস্তিতে বসবাসকারী আবুল কালাম এর ছেলে  মোঃ রাসেল মিয়া (২০) ও একই উপজেলার মুক্তির গাঁও গ্রাম (মাছের আড়ৎ এর পাশে)  নিবাসী মৃত জসিম উদ্দিন এর ছেলে মোঃ রাজন মিয়া (২২) কে গ্রেপ্তার করেছেন। এছাড়াও এসআই মোহাম্মদ সাকিব হোসেন এর নেতৃত্বে একদল পুলিশ একই রাতে বিশেষ অভিযান পরিচালনা করে জগন্নাথপুর উপজেলার অলৈতলি গ্রাম নিবাসী চুনু মিয়ার ছেলে  সিআর-৫১৩/২৩ (সদর) মামলার গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী মোঃ বিলাল আহমেদ(৩৮)কে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃত আসামীদের যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে ২৫শে মে সুনামগঞ্জ আদালতে প্রেরণ করেছে থানা পুলিশ।
এ বিষয়ের সত্যতা নিশ্চিত করেছেন জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মাহফুজ ইমতিয়াজ ভূঁঞা।

এ সংক্রান্ত আরও সংবাদ