জগন্নাথপুরে ছাত্রলীগ নেতা “জুয়েল” গ্রেপ্তার

প্রকাশিত: ১১:২৫ অপরাহ্ণ, মে ২২, ২০২৫

জগন্নাথপুরে ছাত্রলীগ নেতা “জুয়েল” গ্রেপ্তার

স্টাফ রিপোর্টারঃ

জগন্নাথপুরে জুয়েল (৩১)নামক এক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। তাকে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
আদালত ও পুলিশ সুত্রে জানাযায়, সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মাহফুজ ইমতিয়াজ ভূঞার দিক নির্দেশনা অত্র থানার একদল পুলিশ ২১মে দিবাগত রাতে জগন্নাথপুর বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে জগন্নাথপুর পৌর শহরের ইকড়ছই গ্রাম নিবাসী মৃত আফিস উদ্দিন এর ছেলে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের জগন্নাথপুর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক জুয়েল হোসেন (৩১)কে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃত আসামীকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে ২২শে মে সুনামগঞ্জ আদালতে প্রেরণ করে থানা পুলিশ। আদালতের বিজ্ঞ বিচারক তাকে জেল হাজতে প্রেরন করেছেন।
বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মাহফুজ ইমতিয়াজ ভূঞা বলেন, সে নাশকতা মামলার এজাহারনামীয় ২৫ নম্বর আসামী।
উল্লেখ্য, গত ২৯ অক্টোবর জগন্নাথপুর থানার উপপরিদর্শক (এসআই) শাহীন মিয়া বাদী হয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ৫২ নেতাকর্মীর নাম উল্লেখ করে নাশকতা চেষ্টার অভিযোগে থানায় মামলা করা হয়। এ মামলায় অজ্ঞাতনামা আরও ৬০ জনকে আসামী করা হয়। ওই মামলায় এখন পর্যন্ত ৯ জনকে গ্রেপ্তার হয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ