জগন্নাথপুরে ওয়ালটনের পুরস্কার খালেদা’র হাতে তুলে দিয়েছেন চিত্র নায়ক আমিন খান

প্রকাশিত: ৫:০৪ অপরাহ্ণ, মে ২১, ২০২৫

জগন্নাথপুরে ওয়ালটনের পুরস্কার খালেদা’র হাতে তুলে দিয়েছেন চিত্র নায়ক আমিন খান

হুমায়ূন কবীর ফরীদি##

জগন্নাথপুরে ওয়ালটন এর ক্যাশ ভাউচার পাওয়া খালেদা বেগম এর হাতে পুরস্কার তুলে দিয়েছেন জনপ্রিয় চিত্র নায়ক আমিন খান।
বিশ্বের জনপ্রিয় বাংলাদেশী ব্র্যান্ড ওয়ালটন এর সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর পয়েন্টস্থ ওয়ালটন এর শো-রুম পপুলার ইলেকট্রনিক্স থেকে জগন্নাথপুর উপজেলার গন্ধর্বপুর নিবাসী খালেদা বেগম সম্প্রতি একটি প্রিজ ক্রয় করে ওয়ালটন মিলনিয়ার ওফারের ১লাখ টাকার ক্যাশ ভাউচার পেয়েছেন। এই ক্যাশ ভাউচার এর পুরস্কার বিতরণ উপলক্ষে পপুলার ইলেকট্রনিক্স এর আয়োজনে ২১শে মে রোজ বুধবার দুপুরে জগন্নাথপুর পৌর পয়েন্টে জমকালো অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। পপুলার ইলেকট্রনিক্স ও ওয়ালটন শো-রুম জগন্নাথপুর এর প্রোপ্রাইটার জামাল উদ্দিন বেলালের পরিচালনায় অনুষ্ঠিত এই অনুষ্টানে জনসাধারণের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন, অনুষ্ঠানের প্রধান অতিথি ওয়ালটন এর এক্সিকিউটিভ ডিরেক্টর ও জনপ্রিয় চিত্র নায়ক আমিন খান। বক্তব্য শেষে তিনি নবীন-প্রবীণ জনতার করতালির মধ্য দিয়ে ক্যাশ ভাউচার প্রাপ্ত সুভাগ্যবান খালেদা’র হাতে ১লাখ টাকার পুরস্কার তুলে দিয়েছেন।


এসময় উপস্থিত ছিলেন, ওয়ালটন এর ডিভিশনাল সেলস ম্যানেজার আসাদুজ্জামান, এসিস্ট্যান্ট ডিরেক্টর মামুনুর রশীদ, রিজিওনাল সেলস ম্যানেজার ইমাদ উদ্দিন, পপুলার ইলেকট্রনিক্সের প্রোপ্রাইটার জুলফিকার আহমদ মনি,জগন্নাথপুর প্রেসক্লাব এর সভাপতি তাজউদ্দিন আহমেদ,
পপুলার ইলেট্রনিক্স-৩ এর ম্যানেজার খাইরুল হাসান রূপা,নাবিলা ইলেকট্রনিক্সের পরিচালক সাদিকুর রহমান, মাহিমা রেষ্টুরেন্টের পরিচালক মোঃ মকবুল হোসেন ভূঁইয়া, ব্যবসায়ী শাহজাহান মিয়া,জগন্নাথপুর বাজার তদারক কমিটির সহ-সাধারণ সম্পাদক লিটন মিয়া,ব্যবসায়ী নুর মোহাম্মদ, শ্যামল গোপ, মুহিবুল ইসলাম বুলবুল, জগন্নাথপুর সাংবাদিক ফোরাম এর সভাপতি মোঃ হুমায়ূন কবির, সহ-সভাপতি হুমায়ূন কবীর ফরীদি, কোষাধ্যক্ষ হিফজুর রহমান তালুকদার জিয়া, সদস্য মোঃ মুকিম উদ্দিন, সাংবাদিক আমিনুল হক শিপন, শাহ ফুজায়েল আহমদ, তৈয়বুর রহমান, মোস্তাকিম আহমেদ জীবন, অনিক বনিক,সবুজ দাস, সাগর মিয়া ও গৌতম দেব প্রমূখ সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।

 

এ সংক্রান্ত আরও সংবাদ