জগন্নাথপুরে দুই মাদক ব্যবসায়ী ১পলাতক আসামী গ্রেপ্তার

প্রকাশিত: ১১:৪৩ অপরাহ্ণ, মে ১৫, ২০২৫

জগন্নাথপুরে দুই মাদক ব্যবসায়ী ১পলাতক আসামী গ্রেপ্তার

 

স্টাফ রিপোর্টারঃ
জগন্নাথপুরে মাদক ব্যবসায়ী ইমরান (৩২),শহীদুল (২৩) ও পলাতক আসামী জৈন (৪৫)কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মাহফুজ ইমতিয়াজ ভূঞার দিক নির্দেশনায় অত্র থানার এসআই মোঃ হামিদুর রহমান এর নেতৃত্বে একদল পুলিশ ১৪ মে দিবাগত রাতে জগন্নাথপুর থানা এলাকায় রাত্রীকালীন ডিউটি করাকলীন সময়ে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন জগন্নাথপুর পৌর এলাকার পূর্ব ভবানীপুর গ্রাম নিবাসী হাজী ফিরোজুল হক এর ছেলে মোঃ ইমরান হক এর বসত বাড়ীর পূর্ব পার্শ্বের ঢালাই রাস্তার উপর কতিপয় লোকজন মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করিতেছে। উক্ত সংবাদের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণের নিমিত্তে ঘটনাস্থল থেকে শামসুল হক এর ছেলে মাদক ব্যবসায়ী শহিদুল ইসলাম রাজন (২৩) ও হাজী ফিরোজুল হক এর ছেলে মাদক ব্যবসায়ী মোঃ ইমরান হক (৩২) কে নেশা জাতীয় দ্রব্য ২০ পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে জগন্নাথপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে ( জগন্নাথপুর থানার মামলা নং-১১, তারিখ- ১৫ মে, ২০২৫, ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক)/৪১)। এছাড়াও জগন্নাথপুর উপজেলার ছিলিমপুর গ্রাম নিবাসী হাজী তেরাব আলীর ছেলে আদালত কর্তৃক জিআর- ১৮৩/১৭ (জগন্নাথপুর) মামলার গ্রেফতারী পরোয়ানা ভুক্ত পলাতক আসামী জৈন উদ্দিন(৪৫) কে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃত আসামীদের যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে ১৫ ই মে সুনামগঞ্জ আদালতে প্রেরণ করেছেন।
জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মাহফুজ ইমতিয়াজ ভূঞা এবিষয়ের সত্যতা নিশ্চিত করেছেন।

এ সংক্রান্ত আরও সংবাদ