জগন্নাথপুরে প্রবাসী রেমিট্যান্স ফাইটার শামীম আহমদকে সংবর্ধনা

প্রকাশিত: ১১:০৩ অপরাহ্ণ, মে ১৪, ২০২৫

জগন্নাথপুরে প্রবাসী রেমিট্যান্স ফাইটার শামীম আহমদকে সংবর্ধনা

বিশেষ  প্রতিনিধিঃ
সুনামগঞ্জের জগন্নাথপুরে পাইলগাঁও ইউনিয়নের সাতা পয়েন্টে প্রবাসী রেমিট্যান্স ফাইটারকে সংবর্ধনা উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৪ মে) পাইলগাঁও ইউনিয়নের ২নং ওয়ার্ড জামাতের উদ্যোগে ওয়ার্ড জামাতের সভাপতি মো. শাহ জাহান মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা দরছ উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের কর্ম ও মজলিসে শুরার সদস্য ও পৌর জামায়াতের সভাপতি আ হ ম ওয়ালীউল্লাহ।
আরো বক্তব্য রাখেন পাইলগাঁও ইউনিয়ন জামায়াতের সভাপতি বেলায়েত হুসেন গুলজার, ছাত্র শিবির পশ্চিম থানা সভাপতি আবু তাহের, জগন্নাথপুর উপজেলা জামায়াতের যুব বিভাগের সহ সভাপতি মুক্তাদির হুসেন টিটু, পাইলগাঁও ইউনিয়ন জামায়াতের সাবেক সভাপতি মো খসরু মিয়া, সংবর্ধিত ব্যাক্তি শামীম আহমদ বিশিষ্ট মুরব্বি হাজী আ আহাদ, নিজাম উদ্দিন সহ প্রমুখ। বক্তারা, দেশ মাতৃকার রক্ষায় বেশি করে রেমিট্যান্স দিয়ে দেশের অর্থনৈতিক অবস্থা উন্নত করার পাশাপাশি ইসলামি আন্দোলনের জন্য কাজ করার আহবান জানানো হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ