শিক্ষার্থীদের ওপর হামলার মামলায় ৬আ,লীগ নেতা কারাগারে

প্রকাশিত: ১০:১৮ অপরাহ্ণ, মে ১৪, ২০২৫

শিক্ষার্থীদের ওপর হামলার মামলায় ৬আ,লীগ নেতা কারাগারে

সুনামগঞ্জ প্রতিনিধিঃ

সুনামগঞ্জে শিক্ষার্থীদের ওপর ৪ আগস্টের হামলার মামলায় আওয়ামী লীগ ও যুবলীগের ছয় নেতার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়েছে।
১৪মে রোজ বুধবার সকালে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক হেমায়েত উদ্দিন এ আদেশ দেন।
মামলার আসামিরা হলেন – জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শংকর দাস, জেলা মৎস্যজীবী লীগের সভাপতি ফজলুল হক, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অমল কর, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক খন্দকার মঞ্জুর, সদর উপজেলা যুবলীগের সভাপতি এহশান শাহ উজ্জ্বল, সাধারণ সম্পাদক উকিল আলী।
সকালে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক হেমায়েত উদ্দিনের আদালতে হাজির হয়ে আওয়ামী লীগ ও যুবলীগের সাতজন আসামি জামিন আবেদন করলে আদালত ছয়জনের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করেন। এর আগে উচ্চ আদালত থেকে এ সাত আসামি ৮ সপ্তাহের অন্তবর্তীকালীন জামিন প্রাপ্ত হলে গতকাল জামিনের মেয়াদ শেষ হয়। এরপর আজ আসামিরা জেলা ও দায়রা জজ আদালতে সেচ্ছায় হাজির হয়ে জামিন আবেদন করলে, আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের আদেশ দেন।
উল্লেখ্য, ৪ আগস্ট শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় এক মাস পর গত ৪ সেপ্টেম্বর সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানসহ ৯৯ জনকে আসামি করে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করেন ঘটনায় আহত যুবক জহিরের ভাই।

 

এ সংক্রান্ত আরও সংবাদ