জগন্নাথপুরের কৃতি ফুটবলার যুক্তরাষ্ট্র প্রবাসী নূরুল হোসাইন লন্ডনে সংবর্ধিত

প্রকাশিত: ৬:৫০ অপরাহ্ণ, মে ১২, ২০২৫

জগন্নাথপুরের কৃতি ফুটবলার যুক্তরাষ্ট্র প্রবাসী নূরুল হোসাইন লন্ডনে সংবর্ধিত

হুমায়ূন কবীর ফরীদি ##

জগন্নাথপুরের কৃতি সন্তান কৃতি ফুটবলার যুক্তরাষ্ট্র প্রবাসী মোঃ নূরুল হোসাইনকে লন্ডনে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ঐতিহ্যবাহী বালিকান্দী গ্রাম নিবাসী কৃতি ফুটবলার সাদা মনের মানুষ যুক্তরাষ্ট্র প্রবাসী মোঃ নূরুল হোসাইন সামাজিক, সাংস্কৃতিক ও সমাজ সেবায় সার্বক্ষণিক নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। তাঁর এই মানব কল্যাণমূখী বিশেষ অবদান এর স্বীকৃতি স্বরূপ বালিকান্দী ব্লেইজ ডেভেলপমেন্ট সমিতি ইউকে এর পক্ষ থেকে কৃতি ফুটবলার বিশিষ্ট সমাজ সেবক যুক্তরাষ্ট্র প্রবাসী নূরুল হোসাইনকে সংবর্ধনা প্রদান উপলক্ষে ১১ ই মে রোজ রবিবার লন্ডনস্থ মিঃ নাগা কোম্পানির হলরুমে এই সংগঠন এর সভাপতি আবুল বশর ইয়াহিয়া’র সভাপতিত্বে ও যুগ্ম সাধারন সম্পাদক খায়রুল ইসলাম এর সঞ্চালনায় সংবর্ধনা ও সম্মাননা সার্টিফিকেট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে বক্তব্য রাখেন, এই সংগঠনের সাধারন সম্পাদক হাজী শামছুল হক, কোষাধ্যক্ষ আবদুর রহিম,কবির উদ্দিন ,তফজ্জুল হক,ইমদাদুল হক.আব্দুল কাইয়ূম টিপু,ফাইজুল রহমান,রইছ উদ্দিন, আবুল কাশেম ও ডক্টর শামছুল ইসলাম প্রমুখ।


বক্তারা তাদের বক্তব্যে এই গ্রামের বিভিন্ন উন্নয়ন মূলক কাজে যারা নেতৃত্ব ও অর্থনৈতিকভাবে সহযোগিতা করে এসেছেন তাঁদের ভূয়সী প্রশংসা করেন।এবং আলোচনা পর্ব শেষে বালিকান্দী গ্রামের বিভিন্ন উন্নয়নমূলক কাজ ও সমাজ সেবার স্বীকৃতি স্বরূপ সংবর্ধিত অতিথি নুরুল হোসাইনকে সম্মাননা সার্টিফিকেট প্রদান করা হয়েছে।বিশেষ করে গ্রামে বিদ্যুৎ আনার ব‍েপারে উনার অর্থনৈতিক সহায়তা অগ্রণী ভূমিকা স্বীকৃতিসরুপ আরও একটি সার্টিফিকেট প্রদান করা হয়।
আমাদের গ্রামে বিভিন্ন উন্নয়নমূলক কাজের জন্য প্রয়াত আরও তিনজনকে সম্মাননা সার্টিফিকেট প্রদান করা হয় মরহুম হাজী জমশেদ আলী, মরহুম হাজী নুরুল ইসলাম ও মরহুম আব্দুল আলীম।
অনুষ্ঠানের শুরুতেই কোরআন থেকে তেলাওয়াত ও দোয়া পরিচালনা করেন মাওলানা মোঃ তরিকুল ইসলাম।
এ ব্যাপারে মুঠোফোনে আলাপকালে মোঃ নুরুল হোসাইন একান্ত আলাপকালে বলেন, মানব কল্যাণে কাজ করা আমার নেশা। সংবর্ধনা ও সম্মাননা সার্টিফিকেট প্রাপ্তি আমার একার নয়। এই প্রাপ্তির জন্য আমার পরিবারবর্গ, আত্বীয়- স্বজন সহ দেশ ও সমাজ প্রেমী সকলের অবদান রয়েছে। আমি সকলের নিকট কৃতজ্ঞ। আমি যেন আজীবন সমাজ কল্যাণে কাজ করে যেতে পারি সে জন্য সকলের দোয়া, ভালবাসা ও সহযোগিতা কামনা করছি।

এ সংক্রান্ত আরও সংবাদ