মধ্যনগরে পলাতক আসামী “শাহ আলম” গ্রেপ্তার

প্রকাশিত: ৬:২৯ অপরাহ্ণ, মে ৯, ২০২৫

মধ্যনগরে পলাতক আসামী “শাহ আলম” গ্রেপ্তার

মোঃ শফিকুল ইসলাম, মধ্যানগর(সুনামগঞ্জ) প্রতিনিধিঃ

সুনামগঞ্জের মধ্যনগর থানার এএসআই মুহিনুর সহ একদল পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে মধ্যনগর উপজেলার সাতুর(বংশীকুন্ডা) গ্রাম নিবাসী আব্দুল আজিজ এর ছেলে আদালত কর্তৃক গ্রেপ্তারি পরোয়ানা ভূক্ত পলাতক আসামী মোঃ শাহ আলমকে তার নিজ এলাকা থেকে গ্রেপ্তার করেন ( মামলা নং – সিআর-৩৩৭ সি/২৩(গোমস্তা)। গ্রেপ্তারকৃত আসামীকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে ৯মে সুনামগঞ্জ আদালতে প্রেরণ করে থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন মধ্যনগর থানার অফিসার ইনচার্জ সজীব রহমান।

এ সংক্রান্ত আরও সংবাদ