জগন্নাথপুরে ইয়াবা ব্যবসায়ী “শিপন” র‍্যাব এর খাঁচায় বন্দী

প্রকাশিত: ১১:২৯ পূর্বাহ্ণ, মে ৯, ২০২৫

জগন্নাথপুরে ইয়াবা ব্যবসায়ী “শিপন” র‍্যাব এর খাঁচায় বন্দী

 

স্টাফ রিপোর্টারঃ
জগন্নাথপুরে ৩৭০ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী শিপন(৩৮)কে গ্রেপ্তার করেছে র‍্যাব এর একটি অভিযানিক দল। তাকে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
আদালত ও থানা সুত্রে জানাযায়, র‍্যাব-৯ এর একটি অভিযানিক দল ৭ই মে দিবাগত রাতে বিশেষ অভিযান পরিচালনা করে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কালিটেকী গ্রাম নিবাসী অমর দেবনাথ এর ছেলে মাদক ব্যবসায়ী শিপন দেবনাথ(৩৮)কে ৭৪ হাজার টাকা সমপরিমাণ মূল্যের ৩শত৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করে জগন্নাথপুর থানায় হস্তান্তর করে। এ ব্যাপারে জগন্নাথপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে। তাকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে ৮ই মে সুনামগঞ্জ আদালতে প্রেরণ করে থানা পুলিশ। আদালত এর বিজ্ঞ বিচারক তাকে জেল হাজতে প্রেরন করেছেন।

এ সংক্রান্ত আরও সংবাদ