জগন্নাথপুরে সিএনজি গাড়ী চুরি হয়েছে 

প্রকাশিত: ৬:৩৩ অপরাহ্ণ, মে ৭, ২০২৫

জগন্নাথপুরে সিএনজি গাড়ী চুরি হয়েছে 
স্টাফ রিপোর্টারঃ
জগন্নাথপুরের মমিনপুর এলাকা থেকে  রাতের আধাঁরে তালা ভেঙে চুরেরা সিএনজি গাড়ী চুরি করে নিয়ে গেছে। সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর শহরের ইকড়ছই গ্রাম নিবাসী দোলন মিয়া ৭ই মে রোজ মঙ্গলবার দিবাগত রাতে তাঁর সিএনজি (গাড়ীর নাম্বার – সুনামগঞ্জ -থ-১১-২২২) গাড়ী  জগন্নাথপুর-পাগলা সড়ক সংলগ্ন জগন্নাথপুর পৌর সভার মমিনপুর এলাকায় অবস্থিত নাবির পেট্রোলিয়াম এন্ড এলপিজি ফিলিং স্টেশনে তালাবদ্ধ করে বাড়ীতে চলে যান। ৮ই মে সকালে এসে দেখেন তালা ভেঙে চুরেরা গাড়ীটি চুরি করে নিয়ে গেছে।
এ ব্যাপারে গাড়ীর মালিক দোলন মিয়া বলেন, দিনে গাড়ী চালিয়ে গাড়ীটি ঐখানে তালাবদ্ধ করে রাখি। সকালে দেখি তালা ভেঙে চুরেরা গাড়ীটি চুরি করে নিয়ে গেছে। এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, এখনো থানায় জিডি করিনি। তবে জিডি করব।

এ সংক্রান্ত আরও সংবাদ