জগন্নাথপুরে আ,লীগ নেতা সহ ৩ আসামী গ্রেপ্তার

প্রকাশিত: ৪:৫১ অপরাহ্ণ, মে ৫, ২০২৫

জগন্নাথপুরে আ,লীগ নেতা সহ ৩ আসামী গ্রেপ্তার

স্টাফ রিপোর্টারঃ

জগন্নাথপুরে আওয়ামী লীগ নেতা জব্বার (৫৫), রুহেল(৪৫) ও নিয়মিত মামলার আসামী সায়েক(৩৫)কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মাহফুজ ইমতিয়াজ ভূঁইয়া’র দিক নির্দেশনায় অত্র থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) জয়নাল হোসেন এর নেতৃত্বে এসআই শাহ আলম ও এসআই হাদী আব্দুল্লাহ সহ একদল পুলিশ ৪ঠা মে দিবাগত রাতে বিশেষ অভিযান পরিচালনা করে জগন্নাথপুর পৌর শহরের ছিলিমপুর গ্রাম নিবাসী মৃত মোছদ্দর মিয়ার ছেলে জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক হাজী মোঃ আব্দুল জব্বার (৫৫), জগন্নাথপুর উপজেলার লোহারগাঁও গ্রাম নিবাসী মৃত তোফাজ্জল আলীর ছেলে একই উপজেলার পাটলী ইউনিয়ন এর ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক উপজেলার পাটলী ইউনিয়নের লোহারগাঁও গ্রামের মৃত তোফাজ্জল আলীর ছেলে রুহেল আহমদ (৪৫) কে রাজনৈতিক মামলায় ও জগন্নাথপুর থানার নিয়মিত মামলার এজাহার নামীয় আসামী জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়ন এর অন্তর্ভুক্ত চিলাউড়া (নতুন পুঞ্জি) গ্রাম নিবাসী মৃত সমছু উদ্দিন এর ছেলে মোঃ সায়েক মিয়া(৩৫) কে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃত আসামীদের যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে ৫ই মে রোজ সোমবার সুনামগঞ্জ আদালতে প্রেরণ করেছে থানা পুলিশ।

এ সংক্রান্ত আরও সংবাদ