প্রকাশিত: ১:২০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৪, ২০২২
ইউএস বাংলা বার্তা ডেস্কঃ কোনোভাবেই থামছে না রেলের দুর্নীতি। ২০ হাজার টাকার সালফিউরিক অ্যাসিড কিনে রেল কর্তৃপক্ষ দাম দেখিয়েছে ১৬ লাখ টাকা! অর্থাৎ বাজারদরের চেয়ে ৮০০ গুণ বেশি দাম দেখানো হয়েছে।
রেলের লোকমোটিভের ব্যাটারি সচল রাখতে এবং বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার জন্য প্রচুর সালফিউরিক অ্যাসিডের প্রয়োজন হয়। তাই প্রতি বছরই অতি প্রয়োজনীয় এই রাসায়নিকটি কেনে কমলাপুর রেলওয়ে ওয়ার্কশপ। গত দুই বছরে ৮০০ লিটার সালফিউরিক অ্যাসিড কিনেছেন রেলের ঢাকা বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী রেজাউল করিম।

সদ্য সমাপ্ত রেলের অডিট বলছে, প্রতি লিটার সালফিউরিক অ্যাসিড কেনা হয়েছে ১৯৯৭ টাকা দরে। বাজারে খোঁজ নিয়ে দেখা যায় সালিউরিক অ্যাসিডের কেজি মাত্র ২০-২৫ টাকা। অর্থাৎ বাজার দরের চেয়ে প্রায় ৮০০ গুণ বেশি দামে অ্যাসিড কিনেছে রেল!
এ বিষয়ে একজন অ্যাসিড বিক্রেতা বলেন, দাম হয়তো একটু ওঠানামা করে। তবে সেটি খুব বেশি বাড়লেও বর্তমান বাজার দরের চেয়ে ১৭-১৮ টাকা বাড়তে পারে। এত বেশি হবে কীভাবে?
অপর এক বিক্রেতা জানান, বর্তমানে সবচেয়ে ভালো সালফিউরিক অ্যাসিড প্রতি কেজি বিক্রি হচ্ছে ২৫ টাকা কেজি।কেনাকাটায় অনিয়মের সঙ্গে যুক্ত এই রেজাউল করিম এখন যান্ত্রিক বিভাগের উপপরিচালক হিসেবে রেল ভবনে দায়িত্ব পালন করছেন। এ ব্যাপারে ক্যামেরার সামনে কথা বলতে কিছুতেই রাজি হননি তিনি।
রেজাউল করিম বলেন, এ ব্যাপারে কোনো বক্তব্য আমি দিতে পারব না।
২৫ টাকার অ্যাসিড কীভাবে ২০০০ টাকায় কেজিতে কিনলেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, অডিট অনেক সময় অনেক কিছুই বলে। এসবের জবাব অফিশিয়ালি দেওয়া হয়। তাই আমি এখানে কিছু বলব না।
একই রকম অনিয়মের চিত্র ফুটে উঠেছে ইঞ্জিন মেরামতের ক্ষেত্রেও। ইঞ্জিন মেরামতের যন্ত্রাংশ কেনা হয়েছে প্রচলিত বাজারমূল্যের চেয়ে ১০ থেকে ২০ গুণ পর্যন্ত বেশি দামে।
তবে এসব অনিয়মের বিরুদ্ধে তদন্ত করার আশ্বাস দিয়েছেন রেলমন্ত্রী। নুরুল ইসলাম সুজন বলেন, যদি এসব অভিযোগ থাকে তবে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
রাষ্ট্রীয় অর্থ নয়ছয় করার অপরাধে এসব কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে রেলওয়ে অডিটর অধিদফতর।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and Developed by Web Nest