সুনামগঞ্জে দুই ইউপির চেয়ারম্যান গ্রেপ্তার

প্রকাশিত: ১২:৫৫ পূর্বাহ্ণ, মার্চ ২০, ২০২৫

সুনামগঞ্জে  দুই ইউপির চেয়ারম্যান গ্রেপ্তার

স্টাফ রিপোর্টারঃ ##

ছাতকের ভাতগাঁও ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান আওলাদ(৬০) ও দিরাই এর জগদল ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান লাভলুকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
সুনামগঞ্জের ছাতক থানার অফিসার ইনচার্জ মোখলেছুর রহমান আকন্দ এর দিক নির্দেশনায় অত্র থানার একদল পুলিশ ১৯ শে মার্চ রোজ বুধবার বিশেষ অভিযান পরিচালনা করে বিশেষ ক্ষমতা আইনে ছাতক উপজেলার ভাতগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা ভাতগাঁও গ্রাম নিবাসী আওলাদ হোসেন (৬০)কে তার নিজ এলাকা থেকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। তাকে আজ ২০শে মার্চ রোজ বৃহস্পতিবার সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হবে বলে জানা গেছে।
মুঠোফোনে আলাপকালে বিষয়টি রাতে নিশ্চিত করেছেন ছাতক থানার ডিউটি অফিসার এসআই নাসির।
অপরদিকে সুনামগঞ্জ দিরাই থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুর রাজ্জাক এর দিক নির্দেশনায় অত্র থানার একদল পুলিশ ১৯ শে মার্চ রোজ বুধবার দুপুর ১ঘটিকার সময় বিশেষ অভিযান পরিচালনা করে দিরাই উপজেলার জগদল গ্রাম নিবাসী আওয়ামী লীগ নেতা জগদল ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান মোঃ হুমায়ুন রশীদ লাভলু (৪০)কে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
এ ব্যাপারে দিরাই থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুর রাজ্জাক আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, গতমাসে দিরাই থানায় দায়ের করা নাশকতায় মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ