চৌহাট্টা ও আম্বরখানায় অভিযান, ১২ জনকে ‘শাস্তি’

প্রকাশিত: ১২:৪৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২, ২০২২

চৌহাট্টা ও আম্বরখানায় অভিযান, ১২ জনকে ‘শাস্তি’

ইউএস বাংলা বার্তা ডেস্কঃ নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অবৈধ পার্কিংয়ের অপরাধে ১২ ব্যক্তির বিরুদ্ধে মামলা করেছেন সিলেট সিটি করপোরেশনের (সিসিক) ভ্রাম্যমাণ আদালত।

সরকারি রাস্থা দখল করে গাড়ি পার্কিং ও জনচলাচল বাঁধা দেয়ার অপরাধ প্রমাণিত হওয়ায় এই ১২ জনের কাছ থেকে ২২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

বুধবার (২ ফেব্রুয়ারি) সিসিকের রাজস্ব কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মতিউর রহমান খান এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুনন্দা রায়ের ভ্রাম্যামাণ আদালত নগরীর চৌহাট্টা ও আম্বরখানা এলাকায় এই অভিযান পরিচালনা করেন।

সিসিক জানায়, অভিযানে চৌহাট্টা থেকে আম্বরখানা সড়কের বিভিন্ন স্থানে সরকারি রাস্থা দখল করে গাড়ি পার্কিং করে নাগরিক চলাচল ও যান চলাচলে প্রতিবন্ধকতা করায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা ও জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

অভিযানকালে সহযোগিতা করেন সিলেট মেট্রোপলিটন পুলিশের একটি দল। উপস্থিত ছিলেন সিসিকের সংশ্লিষ্ট শাখার কর্মকর্তাবৃন্দ।

এ সংক্রান্ত আরও সংবাদ