জগন্নাথপুর পৌরসভার সাবেক প্যানেল মেয়র মুন্না গ্রেপ্তার

প্রকাশিত: ১২:৩৮ পূর্বাহ্ণ, অক্টোবর ৩, ২০২৪

জগন্নাথপুর পৌরসভার সাবেক প্যানেল মেয়র মুন্না গ্রেপ্তার

হুমায়ূন কবীর ফরীদি ##

জগন্নাথপুর পৌর সভার সাবেক প্যানেল মেয়র ও সাবেক ছাত্রলীগ সভাপতি  মুন্নাকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। তাকে সুনামগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনার একটি মামলায় সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভার সাবেক মেয়র ও জগন্নাথপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাফরোজ ইসলাম মুন্নাকে ২ রা অক্টোবর রোজ বুধবার দিবাগত রাত প্রায় ৯ ঘটিকার সময় জগন্নাথপুর পৌর পয়েন্ট এলাকা থেকে গ্রেপ্তার করে করে জগন্নাথপুর থানা পুলিশ। তাকে রাতেই সুনামগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানার নবাগত অফিসার ইনচার্জ মোখলেছুর রহমান আকন্দ বলেন, সুনামগঞ্জ সদর মডেল থানার একটি মামলায় সাফরোজ ইসলাম মুন্নাকে গ্রেপ্তার করে রাতেই  এই থানায় হস্তান্তর করা হয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ