রোববার রাতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আন্দোলনরত শিক্ষার্থীরা উপাচার্যের পদত্যাগের দাবিতে মশাল মিছিল ও কুশপুতুল দাহ করেন। বিকেল থেকে শিক্ষার্থীরা ঘোষণা দিয়ে উপাচার্যের বাসভবনের সামনে মানবপ্রাচীর তৈরি করে অবস্থান নেন।
বাসভবন ঘেরাও কর্মসূচি শুরু করার পর শিক্ষার্থীরা জানান পরিস্থিতি যেভাবে এগোচ্ছে, এতে তাদের বাধ্য করা হচ্ছে আরো কঠোর কর্মসূচির দিকে যেতে। তারা বলেন, উপাচার্যের বাসভবনে পুলিশ ছাড়া কেউ ঢুকতে পারবে না।
রাতে আন্দোলনকারী শিক্ষার্থীদের পক্ষে নাফিসা আনজুম বলেন, আমাদের অনশনরত ভাই-বোনেরা যখন অনশনে কষ্ট করছেন, ভিসি তখন আরামে দিন কাটাচ্ছেন। এটা আমরা মেনে নিতে পারছি না। আন্দোলনের অংশ হিসেবে উপাচার্যের বাসভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। উপাচার্য পদত্যাগ না করা পর্যন্ত প্রতিদিনই আন্দোলনে উপাচার্যের কুশপুতুলে আগুন দেওয়া হবে।
