প্রকাশিত: ৭:১৫ অপরাহ্ণ, জানুয়ারি ২০, ২০২২
হুমায়ূন কবীর ফরীদি ##
জগন্নাথপুর এর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সহ ৬ জন করোনা ভাইরাসে আক্রান্ত বলে জানা গেছে। আক্রান্তগণ হোম আইসোলশনে আছেন।
হাসপাতাল সুত্রে জানাযায়, সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাজেদুল ইসলাম ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অনুপম দাস অনুপ সহ মোট ছয় জন মরনব্যাধী করোনা ভাইরাসে আক্রান্ত। উনারা হোম আইসোলেশনে রয়েছেন।
এ বিষয় এর সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মধু সুত্র ধর বলেন, ১৯ শে জানুয়ারী রোজ বুধবার করোনা পরীক্ষার প্রতিবেদনে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজেদুল ইসলাম এর করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। এর আগে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অনুপম দাস অনুপ সহ মোট ছয় জন করোনা আক্রান্ত হয়েছেন। উনারা সকল হোম আইসোলেশনে আছেন। এযাবৎ জগন্নাথপুরে ৫ শত ৮৮ জন করোনা আক্রান্ত হয়েছেন। আর ১৯ জন মৃত্যু বরন করেছেন।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and Developed by Web Nest